একটা দিন আবার হারিয়ে গেলো মোদের জীবন থেকে
কাল আবার নতুন সূর্য কি দেখাবে এই পৃথিবীকে?
লোভ,হিংসা,লালসা ঢুকে গেছে রন্ধ্রে রন্ধ্রে
চিন্তা শক্তি ক্রমশ কমছে বারুদের পোড়া গন্ধে।


ছোট্ট ছোট্ট শিশুগুলো কি শিখছে আমাদের থেকে,
কি বলবে তারা ধর্মের নামে এসব জটিল খেলাকে?
রক্তলোলুপ বিচ্ছিন্নতাবাদ বসায় তাদের থাবা,
বুঝেও তবু চোখ মুদে থাকি হয়েছি মোরা বোবা।


নির্বিচারে চালাচ্ছ গুলি,কামান, তাতে কত লোকে মরে,
ভাব,তোমার বাড়ীতে যদি কেউ মারে,তখন তারা কি করে?
মানুষ হয়ে জন্মেছি মোরা, আছে সবার বাঁচার অধিকার,
বন্ধ করো হিংসা হানাহানি,সবাই করি সুন্দর সংসার।