কথার মালা সাজিয়ে নিয়ে তুমি ছিলে বসে
শ্রাবনের ধারার মত তুমি মনের মাঝে এলে।
প্রনাম জানাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তোমায়
পুলক জাগিয়ে গানগুলি দোলা দিয়ে যায় আমায়।
ছোট্টবেলায় সহজ পাঠে প্রথম তোমাকে চেনা
বারে বারে পড়ি কবিতাগুলি তবু যেন অচেনা।
'শেষ হয়েও হয়না যে শেষ' তোমার ছোট গল্পখানি
শেষের পরে কী যে হবে আজও বোঝা যায়নি।
প্রায় শতবর্ষ পরেও হৃদয়ে মোদের ফেরে গানগুলি
দুঃখে,সুখে,হাসি,কান্নায় প্রানে গানের তুফান তুলি।
বিশ্বকবি তুমি আছো মনে আর চিরকালই থাকবে
জীবনের চলার প্রতি মুহুর্তে তোমায় মনে পড়বে।