আমি তোমার অপেক্ষায় ছিলাম
সারা বিকালটা বসে
কিন্তু সময়টা যে বয়ে গেল আমার
রাত্রি নামল শেষে।
আমি ভাবি তুমি আসবে এখন
গল্প করব তোমার সাথে
কিকরে বুঝব আসবে না আর
রাখবেনা হাত হাতে।


এদিক সেদিক ঘুরে ঘুরে
পৌছে গেলাম তোমার বাড়ি
তোমার বাবা বললেন
তুমি করেছ আমার সঙ্গে আড়ি।
বাইরের বারান্দায় দেখি
তোমার সাথে দাঁড়িয়ে নতুন সাথি
আমি কি তবে এতই খারাপ ছিলাম
যে আমায় দিলে বাতি?


জলে ভাসছে আমার চিবুক
হঠাৎ কে ধরল চেপে হাত
মুছিয়ে দিল চোখেরই জল
বলল,চল বেটা মোর সাথ।
তাকিয়ে দেখি এক সাধুবাবা
জড়িয়ে ধরেছেন আমার কাঁধ
বেরিয়ে এল চোখেরই জল
আমার ভাঙ্গল মনের বাঁধ।


সাধুবাবার সাথে ঘুরে ঘুরে
আমি আজ হয়েছি সাধু
হিমালয় থেকে কন্যাকুমারী
আমি সব দেখেছি বাবু।
এভাবই আমি এসেছি জন্মভিটায়
তোমায় দেখব বলে বধূ
কিন্তু তোমার একি বেশ
আমি ভাবতে পারিনি কভূ।


ললাটে তোমার সুখসিন্দুর নাই
পরনে সাদা থান
অজান্তেই হতে চাইছ সাধন সঙ্গী
ভিক্ষা চাইছ দান।
আমি নিলাম তোমায় সাধনসঙ্গী
রাখলাম তোমার মান
কিন্তু ফিরায়ে দিয়েছিলে প্রিয়ে
তুমি রাখনি প্রেমের মান।