ছোট্টবেলায় অ আ শেখা মা তোমার কাছে
তার পরেতে লিখতে শেখা আমার বাবার কাছে।
ভাল লাগে ভাবতে আমার প্রথম স্কুলের দিন
পেন্সিল ভেঙ্গে টুকরো করে নাচি তা ধিন ধিন।
দিদিমনি ভীষন কড়া দিলেন কানটা মূলে
কিছুক্ষন পরে আবার গেলাম সবকিছু ভূলে।
মনে পড়ে বাড়ির মাস্টারমশাই পড়াতেন বিকালে
পড়াগুলো সব শেষ করতাম আমি রোজ সকালে।
ধীরে ধীরে যত বড় হলাম শিক্ষকরা বদলে গেলেন
জীবনে কীভাবে চলতে হবে সেটাই তারা শেখালেন।
চারপাশের সবার থেকে আজও আমি শিখে চলি
সারা জীবনে কোনোদিনো যেন তোমাদের না ভূলি।