একটা বাচ্ছা মেয়ে কাঁদছিল
তবু এগিয়ে এল না কেউ
দূর থেকে অনেকে দেখছিল
তবু কাছে গেল না কেউ।
আলুথালু বেশ ছেঁড়া ফ্রকে
ফুটপাথে একা বসে ছিল
শ্লীলতাহানি বা ধর্ষন ভেবে
অনেকে গালাগালিও দিল।
কাছে গিয়ে প্রশ্ন করতে
প্রথমে ভয়ে খুব কাঁদল
কিছুক্ষন পর শান্ত হয়ে সে
তার মনের কথাটা বলল।
বাবা মায়ের এক মেয়ে
লালমাটির গ্রামে সে থাকত
বাবা মাঠে ধান ফলিয়ে
মেয়েকে স্কুলে পড়তে পাঠাত।
হঠাৎ পরিবর্তনের ঝড় এল
গ্রামের শান্তি করল নষ্ট
পুরুষরা কেউ জেলে বা পালাল
মেয়েদের ইজ্জত হল ভ্রষ্ট।
বাদ গেল না সেই শিশুটা
তার উপরেও চলল অত্যাচার
নেতাদের কাছের সেই দোষীরা
তাই হলনা তাদের বিচার।
আইনের শাসন নেই আজ
মানুষ হয়ে উঠেছে পশু
লালসার শিকার থেকে আজ
বাদ গেল না সেই শিশু।
এই পরিবর্তন চাইনি কেউ
চেয়েছিলাম শুধু একটু শান্তি
মানুষ এখন অনাহারে মরে
ঘরে ঘরে শুধু অশান্তি।
এই শিশুটির ঠাই হবে
যৌনপল্লী অন্ধকার কোনো ঘরে
পরিবর্তনের সঠিক পরিবর্তন কবে
আবার আসবে সবার ঘরে।