একটি চড়াই এল ঘরে,
খুঁটে খুঁটে খেলো পড়ে থাকা সাদা ভাত,
পদশব্দের পরে উড়ে গেল,
থালায় তখনো পড়ে আছে, আধখাওয়া ভাত।
বাইরে এখনো ভারি বুটের শব্দ
ভেসে আসে নারীর ক্রন্দন।
মেঝেতে পড়ে এখনো রক্তে ভেজা লাশ,
মেয়েটির মাথায় এখনো তাজা চন্দন।
আর কতদিন ধরে চলবে রক্তের হোলি খেলা?
কবে থামবে ক্রন্দন আর হানাহানি
থালায় থাকবেনা একটিও ভাত সাদা
সেদিন সবাই প্রকৃত স্বাধীনতা জানি।