একটা কাগজ খুঁজতে গিয়ে কিছু পুরানো কাগজ খুঁজে পেলাম।
টেনে বার করলাম আলমারির তলা থেকে,
একটা কাগজ খুলে পড়তে শুরু করলাম-


প্রিয়তম, তুমি হয়তা অনেক কষ্ট পেয়েছ,
আমিও তোমায় অনেক যন্ত্রনা দিয়েছি,
হাজারো অনিচ্ছা সত্বেও জোর করেছি,
নিজেকে সঁপেছি এক ঘৃণ্য মানুষের হাতে।
এ মানুষটি কিন্তু খারাপ নয়, ভালোও নয়,
অনেক কিছু না চাইতেই পাওয়া যায়,
হয়তো ভালবাসাটাও এভাবেই অজান্তে এসেছিল,
তাই আমার ভাল থাকার কথা ভেবে ভাল থেকো।


নিজের উপর নিজের ঘৃণা হল, রাগে মাথা গরম হল,
পরে মনে হল এ আমার ভালবাসারই জয়।