আকাশ যে আজ রাগ করেছে
মুখ হয়েছে তার ভার
কখন যে আজ বৃষ্টি নামবে
বোঝার সাধ্যি আছে কার?


নদীর জলে ডিঙি নৌকাগুলো
জল হাওয়ার সাথে দোলে
মাঝিরা জাল ফেলে জলে
রুই, কাতলা, ইলিশ তোলে।


বাদলের ধারায় ভেজে শরীর
ধুয়ে যায় সব গ্লানি
নদী থেকে মাছ সেঁচে
সুখের চাবিকাঠি খুঁজে আনি।