আহা! গাইছে সেই গায়ক আজি!
গান শুনতে সকলেই রাজি,।
কিছুটা গানের সুর তো কিছুটা মুখের ভঙ্গি,
কাল ছিলোনা পাশে কেউ, আজ লক্ষ-জনা সঙ্গী!
সে ছিল কালকেও, গেয়েছিল সেদিনও;


গলাটা বেশ ভালোই ছিল, তবে হয়তো ছিলো না তাতে তোষামোদ আর কিছুটা মিথ্যে অনুপ্রেরণাও।


সে হয়তো বোঝেনি সেদিন, বা হয়তো এড়িয়ে গিয়েছিল;
নিজের গানের সুরেই হয়তো, জগৎ ভাসাতে চেয়েছিল।


তবে পারল না আর সেই অদৃশ্য শত্রুদের সাথে লড়তে,
তারা ভালো তো করবেই না! উল্টে প্রস্তুত পেছন ধরে টানতে।


তাই আজ সে করেছে শুরু তোষামোদি,
গানের সুরে তে আজ আর সমুদ্র নেই, আছে ছোটোখাটো কোনো নদী।


আজ সে সফল লোকের কাছে, জনমনুষ্যে পরিচিত, সম্মানিত;
তবু অন্তরের উপলব্ধিতে আজও তার ব্যর্থতা পরিলক্ষ্যনিয়।


তাই সবার সামনে না বললেও, চুপি চুপি রাতের বেলায় সবার অগোচরে, ক্ষীণ টেবিল ল্যাম্পের আলোয় ডায়েরি টা খুলে বসে:


লেখে কিছু কথা, কিছু উপলব্ধি আর অভিজ্ঞতার সংমিশ্রনে;


পুরো লেখাটা এখন না জানাতে পারলেও, কিছুটা বলতে চাই,


সত্যি কারের জয় বলতে, নিজের কাছে যেটা চাই,
মিথ্যে কে আশ্রয় না করে, সত্যের পথে চলতে যাই।


আজ আর বেশি হলোনা লেখা,
বলবো আবার বাকিটা, যেদিন হবে ডায়েরিল সাথে আবার দেখা।


যাই এবার! আবার ব্যস্ততার সাথে তাল মিলিয়ে, মিথ্যা জয়ের গান গাই!


কলমে - অর্ণব কর্মকার