আজ বসেছিলাম বারান্দায়, একাকী,
পুরোনো স্মৃতি ভাবলেই বুঝি মন বলে ওঠে দিচ্ছ তুমি করে ফাঁকি!


সত্যি বলতে তার কথা মাথায় রাখতে না চাইলেও, হৃদয় দিয়ে তারে যত্নে রাখি,


তাই কাউকে না বললেও, আজও আমি মনে মনে তারই কথা ভাবি;


কখনো বা কবিতায়, কখনো বা আবেগ মেশানো গানের সুরটায় আজও তারে আঁকি,


ভালোবাসা কি, কি ভাবে হয়, কাকে বলে - তা সত্যই আমার অজানা,
শুনেছি ক্ষনিকের ভালোলাগা নাকি ভালোবাসা হয়না, তাই তার প্রকাশ করা আমার কাছে মানা,


আমার তাকে পছন্দ ঠিকই, তবে সেও আমায় পছন্দ করে কিনা, তা হয়তো আমার অজানা,


পাড়ার আর পাঁচটা ছেলের মতোই আমিও সাধা- সিধে, বিশেষ কোনো থাকেনি বৈশিষ্ট,


তবে সবাই যেন একটু বেশিই সাহসী, তারা তাদের মনের মানুষকে জানিয়েছে মনের কথা,


আর আমি তাকে সামনে দেখেছি অনেকবার, কথা বলার সুযোগও পেয়েছি বটে, তবে বলতে পারিনি মনের কথা,


ভেবেছি হয়তো সত্যই এ ক্ষনিকের ভালোলাগা,


তাই ভালোলাগা না ভালোবাসা তা পর্যবেক্ষণ এই কাটিয়ে দিয়েছি অনেকটা সময়,


এখনো পারিনি বুঝে উঠতে এ মনের সাথে মনের মিলন নাকি চোখের দেখা ভালোলাগা,


তাই আজও ভাবতে ভাবতে তার কথা কাটিয়ে দিলাম অনেকটা সময়,
আমি বসে আছি বারান্দায় একা, আবার জানি না কবে হবে দেখা,
আর কবেই বা বুঝতে পারবো ওই অনুভূতি আমার শুধু চোখের দেখা ভালোলাগা, নাকি সত্যই মনের সাথে মনের মিলনের ভালোবাসা!