গীতবিতানের শুকনো পাতায় বৃষ্টির ছিট্ আসে,
কবিতায় শুয়ে প্রেমিক যুগল সৃষ্টিকে ভালোবাসে।
মাঝ দরিয়ায় মাঝিদের দল এখনো স্বপ্ন দেখে,
বাঁচার রসদ 'রবীন্দ্রনাথ ' ওদের কথাই লেখে।
মেঘের পড়ে মেঘ জমেছে ; সূর্য্যি গেল পাটে,
রবীন্দ্রনাথ একলা থাকেন আদিবাসীদের হাটে।
শ্রমিকের বুকে কৃষকের হাতে নবান্ন ধান ওঠে,
দুবেলা-দুমুঠো খিদের তাগিদে রক্তকরবী ফোটে।
পাষাণ ফাটিয়ে অভিজিত'রা আজও প্রতিবাদ করে,
দলিত বধূর সঙ্গীনি হয়ে রবীন্দ্রনাথ'ই লড়ে।
প্রেমিকের বুকে বিদ্রোহী মুখে সুরই চেনায় গীত,
দেশে দেশে আজ রবীন্দ্রনাথ'ই জাতীয়সংগীত।
বঙ্গজননী স্নিগ্ধতায় ভরা, তব সুন্দরী মম;
রবীন্দ্রনাথ'ই বাঙালী হৃদয়ে মাতৃদুগ্ধসম।।