বি.এড এ ভর্তি হয়ে ফিরে এল স্কুল জীবন।
নতুন বন্ধু পেয়ে আড্ডারা জমাটি ভীষণ।

টিফিনবাক্স খোলা,  বন্ধুরা হামলে।
টুকলিটা মোজায় রাখা ,  গোপনে সামলে।

পরীক্ষায় একসাথে গণ  টোকাটুকি।
কাউন্টারে কাউন্টারে সিগারেট ফুঁকি।

খাঁটুনি করে খেটে খেটে করা -
আমাদের প্যাকটিকাম।

'কৃতজ্ঞতায়' ইচ্ছে করে লিখি
  শুধু বন্ধুদের নাম।

এভাবেই কেটে যাওয়া দুখানি বছরে।
মনে পরে সবকিছু ভীষণ করে করে।

কান্না জমে চোখের কাছে, বুকের পাথরে।
আবার হবে কি দেখা! এ ব্যস্ত শহরে?

চায়না মন, তবু ছেড়ে যেতে হয়, এটাই  প্রচলিত রীতি।
ভুলতে পারবোনা তোদের। রয়ে গেল আজীবন স্মৃতি।।
রয়ে গেল আজীবন স্মৃতি...❤

লেখা- অর্ণব রায় চৌধুরী