ঝড় উঠল উঠল ঝড় ঝড়ের রং কালো
মধ্যে পড়ে দিশেহারা আমি কোন দিকে যাই বলো?  
টাইটেল নয়, আঘাতের নাম ভরসার নাম ' বিশ্বাস ' ।
ভেঙে দিল ওরা খানখান করে পুড়িয়ে ফেলল আশ্বাস ।
অনিচ্ছাতেও মুক্তি খুঁজতে অবশেষে হল " বনবাস " ।।
চেয়েছি আত্মস্বাধীনতা । শিকল পরালে তুমি পায়ে,
জীবনের রঙ্গমঞ্চে মানুষ চেনা? সত্যি বড়ো দায়!
পুড়ছে হিংসা, পুড়ছে পাপ, পুড়লো সকল আশ্বাস ।
দেখে নয়। 'ঠেকে' মানুষ চিনিয়েছে আমার এই বনবাস ।
শত্রু হলাম, শত্রু পেলাম কাছের সব লোক
বন্ধুরা হাত উঠিয়ে দিল , পাশ কাটানোর ঝোঁক ।
হ্যাঁ। চোখের জলেই ভুলবো এসব শোক।
সখা, সময়টা কেবল মিথ্যে হোক
ঝড়টা কেবল মিথ্যে হোক ।


ফিরেছি আবার নতুন বেশে, নতুন সূর্য নিয়ে,
প্রমান হবেই, দেখে নিস সখা কাজের মধ্যে দিয়ে।
থাক্ সে কথা, স্মৃতিতে বরং পড়ুক আরো ধূলো।
ভীষণ খাটি হয় জানিসতো প্রথম 'বিশ্বাস ' গুলো।
ভেঙেছিস তোরা তবুও তোদের ভালবাসি এক বুক।
'বনবাস ই শিখিয়েছে ক্ষমা, ক্ষমাই ধর্ম,ক্ষমাই সুখ'।
"কুকুর কামঁড়েছে পায়, তা বলে কি কুকুর কে কামড়ানো মানুষের শোভা পায় "?
এসব স্মৃতিতে পদাঘাত করে এগিয়ে চলাই যাক্,
প্রিয়-বিশ্বাসঘাতকেরা ভাল থাকুক, ওরা পুনঃজন্ম পাক ।
ভীষণ রকম ভালো আছি আমি, আগামী তে দৃঢ় প্রতিজ্ঞ।
সময় বুঝিয়ে দেবে কে আসলে কার যোগ্য ....