সবুজ বাঁচাবো আমার এবং তোমার জন্য প্রিয়,
জন্মদিনে আমাকে বরং চারাগাছ গিফট দিও। 🌴


মায়ের মতোই লালন পালন, মায়ের মতোই ভালোবাসা,
গাছেদের জড়িয়ে ধরে, দিও ভরসা, দিও আশা।।


গাছ আমাদের জীবনবন্ধু , গাছ আমাদের জান-প্রাণ।
আমরা আদিম প্রকৃতি,  অরণ্য মায়েরই সন্তান।


তাই মা কে আঘাত হানলে পরে সব সন্তান জাগবে।
আন্দোলনে আন্দোলনে গোটা শহর কাঁপবে।


যে শক্তিই আসুক না কেন! কেউ পিছপা হয়োনা।
রক্ত দেব, জীবন দেব, 'মা ' কে মরতে দেবনা।
-কবি অর্ণব রায় চৌধুরী।


(এই স্লোগান গুলি লিখলাম। এগুলি সবাই ব্যবহার করতে পারেন গাছ বাঁচানোর জন্য প্ল্যার্কাডে,পোস্টারে । দেশের সমস্ত গাছ বাঁচাও আন্দোলনের জন্য এই লেখা উৎসর্গ করলাম।)
গাছ_বাঁচাও_আন্দোলন_দীর্ঘজীবি_হোক)