জন্মদিন তো তারিখ কেবল। মনে রাখার ছুতো

শুধু এমন যদি হতো,

জন্মদিনে যা চাইতাম তাই পাওয়া যেত

--  প্রেমের গান শোনাবে দুনিয়ার সব গোঁড়া মনের লোক,

ধর্ম শালা সব এক হয়ে গিয়ে, মানবধর্ম হোক।।

জন্মদিনে এই উইশ চেয়েই উইশ জানালাম জিশান সৈয়দ হোসেন দা।।