শুধু আমার তুমি,  আমার তুমি,  আমার তুমি মা।
থেকো আমার সাথে, আমার পাশে ভালোবেসে মা।।

তোমার বুকে তোমার মধ্যে ছিলাম যখন আমি।
আমার কাছে আমার চেয়েও মা তুমি দামী।।

বাঁচার আশা,  সব ভরসা, নিঃশ্বাস ছিলে তুমি।
তুমি না থাকলে এ জীবনখানা হয়ে যেত মরুভূমি।।

আমি যা কিছু আজকে সবই তোমার জন্য মা।
আমার জীবন আমার হৃদয় আমার দুর্গা মা।।

প্রতিটি জনমে চেনা জঠরে জন্মাই যেন মা।
শুধু আমার তুমি, আমার তুমি, আমার তুমি মা।

আমার তুমি আমার তুমি আমার তুমি মা......
থেকো আমার সাথে, আমার পাশে ভালোবেসে মা।।

গীতিকার - অর্ণব রায় চৌধুরী