বিদ্রোহ আনে আমার কলম
বারুদে পূর্ণ কালি
অত্যাচারের শুকনো রক্তে
রোজই আগুন জ্বালি।।
.
রক্তের দাগ শোকানোর আগে
ক্রোধের শিরারা জাগে
'সুজেটের' যত সাজানো রক্ত
আমারই জামায় লাগে।।


পোশাক ছেঁড়া গরম বৃষ্টি
কালো রক্তের অনাসৃষ্টি
লজ্জাজনক।  আমরা জানি
'কাটোয়া' হইতে 'কামদুনী'।।


চেঁড়া মাংস'ই বোঝে রক্ত কত লাল
খবর বয়ে আনে অকথ্য সকাল
শেষ বাসে ফেরা চামঁড়া দেখে
'নাবালক রড' শিকার শেখে।
ছোট গলি থেকে হাওয়া ছুটে আসে
হ্যাঁ।  দামিনী রা'ও  বাঁচতে ভালোবাসে।
কালচে মালগাড়ী বর্ধমানের দিকে ছোটে
আমার চায়ের কাপে রক্ত ভেসে ওঠে...