লালচে পাপঁড়ি ভেজা দুটো ঠোঁটের স্বাদ,


ডিমের কুসুমের ন্যায় ভালোবাসা নিখাঁদ।


অঙ্গজুড়ে নীলাভ কামনার হানা,


সঙ্গে চলুক চামড়া-ঘষা উদ্দীপনা ....


ভালোবাসা বাড়ুক তবে আরো,


চুপ কেন? কিছু তো বলতে পারো!


দেশ,সমাজ---- ব্যাকডেটেড,এসব গুলি মারো


কে---কার? তুমিও তো ছিলে কারো।


ভালোবাসার জন্য যা ইচ্ছা করবো আমরা


ক্ষতি কী? মিশিয়ে দিলে চামড়া।


দাড়াও,-------------ভেবেছিলে এখানেই থেমে যাব???


পাল্টে নেব নিজের বেশ?


ভুলে যাব কে তুমি! প্রেমের ফুটন্ত রেশ।


না,----ভালোবাসা শেষ হয়েও হয়না শেষ ....


চোখে ফোটা ফোটা নামে বৃষ্টি
আবেগের একী অনাসৃষ্টি!


পরিয়ে দিয়ে রক্ত-সিদুঁর
আলতা মাখা সোনা,


জাপটে ধরে নরম বুকে
বারুক উত্তেজনা।


শুধুই মনে, শুধুই শরীরে বিয়েটা হয় খাসা,


শরীর আর মন একসাথে হলে তবেই ভালোবাসা।


সাবেক সমাজ,নগ্ন সমাজ শরীরকে বলে বিষ !


তোর ঠোঁটে ঠোঁট ভালোবাসাটায় আবেগ মিশিয়ে নিস।


মন নিয়ে খেলে সভ্য সমাজ, নতুন একী সভ্যতা?


জোড়া শরীরে প্রাণ এলে, কেন তবে নগ্নতা ?


ভালোবাসা মানে মুক্ত ঝরানো ইচ্ছেউড়ান ডানা,


ভালোবাসা মানে প্রেয়সীর বুকে স্বপ্নেরা দেয় হানা,


ভালোবাসা মানে নতুন সমাজ নতুন কান্না-হাসি,


ভালোবাসা মানে তোমাকেই শুধু তোমাকেই  ভালোবাসি.....