আমি নিজেকে খুঁজে ফিরি সেই যে বহুদিন
হারিয়ে যাই এই শহরের মিথ্যে মায়ায় রাতদিন,
সে-তো বহুকাল বহুক্ষণ প্রেমের নেশার ঘোরে
দেখিনি তাকে আর কোনদিন এই শহরের ভোরে।


অট্রালিকাগুলো চেয়ে রয় আমার চোখের পানে
নিরব হয়ে তারা দাড়িয়ে দেখে একান্ত আনমনে,
হাজারো কত সুখ মিশে আছে এই ধূলোজমা রাস্তায়
আর কতো প্রেম বেচা হয় এই শহরে সস্তায়।


স্বপ্ন গুলোকে আগলে রাখি নিজের মনের কাছে
যেনো হারিয়ে না যায় এই শহরের মাঝে,
দিন রাতদিন প্রেমহীন কত-শত ভোর
তবুও ঘিরে রেখেছে মস্তিষ্ককে এক বেঁচে থাকার ঘোর।


জানার বাহিরে অজানায় পড়ে থাকা এই মন
ছুটে চলেছে নিরন্তর আসবে কবে সেই ক্ষণ,
কালের বিশালতায় আমার অস্তিত্ব,
ছেয়ে যাবে সময়ের প্রান্তরে- হবে মহাকালে বিস্তৃত।


০৯-১২-২০২২