কতো খেত কতো ডোবা পুকুর
কতো গাছপালা সুদূর,
দেখেছি আমি বাংলার এই-
দিক দিগন্তের রূপ।
দেখেছি আমি সোনালী শস্য-
দুলছে বাতাসের তালে,
দেখেছি আমি সবুজ খেত্র-
দূর হতে মোরে ডাকে।
সরলমনা বাংলার মানুষ-
কতো স্বপ্ন বুকে নিয়ে-
হেসে-খেলে পাড় করে জীবন,
শ্যামল ছায়ার তলে ।


২৭-০৫-২০২২