আমি স্বপ্নের আদালতে দাড়িয়ে
দেখছি অনাগত কালকে
নিরবে মেনে নিচ্ছি অবিচারের কাঠগড়াকে,


ওদের কালো স্বভাবই আমার শক্তি
ওই অট্টহাসিতে আমার দৃঢ়তার সঞ্চয়
যেনো নিরন্তর এগিয়ে চলার প্রবনতা,


হিংসা প্রতিহিংসাকে খুনের নেশায়-
যেনো উষ্ণতা ছড়ায় দেহের টগবগে রক্ত।


গুড়িয়ে দিতে সব অত্যাচার-
মুষ্টিবদ্ধ এই প্রতিজ্ঞ হাত,
যেনো পাথরকেও করে ভেঙে চুরমার।


লড়বো আমরা- শুনবো আবারও সাম্যের গান
ধর্ম-বর্ণ-গোত্রের ভেদাভেদ করবে না পিছুটান,
বিস্তৃত হবে প্রশান্তির হাওয়া পৃথিবীময়।