তারা খসে যায়,
শীতল থেকে শীতলতর।
আলোকের মৃত্যু হয়
ঘনিয়ে আসে আঁধার,
শত আলোকবর্ষ দূরে
নক্ষত্ররাজি ফুঁসে ওঠে,
পৃথিবীর প্রান্তরে-
মৃত্যুর জয়ধ্বনি।
আকাশগঙ্গা ছাড়িয়ে
নীহারিকার মতো মোহ,
পুঞ্জিভূত শ্বেত-বামনের
প্রকান্ড এক চক্রব্যূহ!!