ওই মায়াবী মধুর সন্ধ্যা আজ ডাকছে আমায়
দিচ্ছে কতো ইশারা আর বলছে কাছে আয়।


সে জানে - রাতের অন্ধকারের মানে!
ওই নীহারিকা রাত-ভোরে
                   স্বপ্ন দেখায় চোখ জুড়ে,
এক শান্ত নিবিড় ঘোরে কাটে আঁধার।


আমি খুঁজে ফিরি আজও তাকে,
ওই আঁধারের কল্পনাতে
                   আর সন্ধ্যার মাধুরীতে।


চারিদিকে শত কলরব -
                   শুধু চুপটি তার অবয়ব,
যেনো মরীচিকা হয়ে বেঁচে আছে সে-
                   মোর, জীবন আঙিনায়।