আমি পাইনি-কো কোথাও ঠাঁই
তব হৃদয় মাঝারে রেখেছি তোমাকে
দেখেছি বারংবার।
তোমারো স্পর্শে মোহ জেগে ওঠে,
বারে-বারে চলি তাই।


তুমি আমারও সনে আসিবে কবে
প্রতীক্ষায় আমি তাই!
তোমায় দেখিলেও যেন মেটে-না আশা,
দেখিতে তবুও চাই।


তুমি আমারও আঁখি দিয়াছ খুলি
প্রতীক্ষার চিত্রে দিয়াছ তুলি,
সে আশা তবুও মিটিবে না কখনো
নেশা যে তোমায় চায়।


আমি আমারও হৃদয় মাঝে-
বাধিয়াছি কুটির সাঁজে,
সেই কুটিরও প্রাঙ্গনে-
পেয়েছ তুমি ঠাঁই।


১৫-০৫-২০২০