ওই জোছনা - ওই প্রেম
হয় ঘুম  -  নয় ধ্যান।
ওই সময় - ও-ই  চাকা,
কাল টাকা - আজ ফাঁকা।
আজ সুন্দর - কতো প্রফুল্ল
এটা ক্ষণস্থায়ী - বয়সে তুল্য।
আশেপাশে দেখ্  - আছে অনেক
এলে ঝড়  -  হবি এক।
হলে বিভক্তি - কমে শক্তি -
থাকলে একসাথে - সাফল্য আসে হাতে।
আজ ভয়কে - পাড়ি দে
কাল শক্তি -  হবে সে,
সুখদুঃখ  -  ভাইভাই
আজ আছে  -  কাল নাই।
জগতে ছোট-বড় - কেউ নয়,
পরিশেষে সবাই - সমান হয়।


২২-০৮-২২ ইং