সত্য পৃথিবী বহুকাল হলো আগলে রেখেছে মোরে
একলা হাঁটি আঁধারের পথ নির্জন কোনো ভোরে,
পাপের আঘাত গেঁথে আছে পথে -
                                 সময়ে সময়ে বিঁধে।
দুর্গম সাগর পাড়ি দিয়ে শেষে
                                 তীরে এসে তরী ডুবে।


কলির এই কুটিল সমাজে ভয়ার্ত পদচিহ্ন,
টান দেয় ওরা পেছন হতে-
                                 সম্মুখ পথ রুদ্ধ।


মহাপ্রলয় ওরা ডেকে আনে ঘরে
করে মাতোয়ারা নৃত্য,
মনুষ্যত্বকে বেঁচে দিয়ে হাঁটে
                                 হৃদয়ে পুষছে পশুত্ব।


বৈষম্যের রক্তচক্ষু মেলে ঘুরে ওরা সমাজে
সম্পদের অহংকার মাথায় তুলে,
                                 দাসত্বের বীজ চাষে।


অনন্তকাল ধরে চলছে এই নরপিশাচদের খেলা
বলিতে চড়েও ক্ষান্ত হয়নি
                         ওদের হিংস্রতার নিকৃষ্ট মেলা।