আমার কাব্যের পাতায় এই শহরের কোলাহল
অলিগলি দিনভর জীবনের আয়োজন
ট্রাফিক সিগন্যাল থমকে থাকা জীবন
মিথ্যে মায়ায় সুখের বিসর্জন,


নিয়নের আলোয় আঁধারের মুক্তি
চোখের পাতায় নামে দিবসের ক্লান্তি,
ভোরের প্রকাশে নিস্তব্ধ হাহাকার
রাস্তা-ফুটপাতে ঘুমন্ত চিৎকার!


মিছিলের সারিতে মুক্তির শ্লোগানে
কতো প্রান ঝরে যায়- বুলেটের প্লাবনে!


পোস্টার ব্যানারে ক্ষমতার উত্তরণ
সর্বময় প্রসারিত দুর্নীতির বিচরণ,
শিক্ষার বিস্তার আর প্রযুক্তির সমাহার
প্রশ্নবিদ্ধ মানুষের নৈতিকতা সমাচার।