ছেয়ে আছে আকাশ, কালো মেঘে,
হৃদয়ে বর্ষন শুরু হয় ক্ষণে ক্ষণে,
কী রকম এক আধ্যাত্মিক মায়া,
শত বাধার পরেও ডুবে যায় তারই মাঝে।
সমাজের শিকলে বাধা আমি,
দুচোখ ভরে তোমাকে স্বপ্নে দেখি,
পাতার-পাতা কতো কবিতা লিখি,
হৃদয় মাঝে শুধু তোমাকে আঁকি।
বন্ধ ঘরের এক খোলা জানালায়,
আশার আলো এসে নিমিষেই হারায়,
দক্ষিণা বাতাসের অপার স্নিগ্ধতায়-
দিয়েছিলে প্রেম তুমি অসীম মুগ্ধতায়,
ছুঁয়েছিল হৃদয়ে আমার শীতল আভায়-
থাকবে এই শীতলতা হৃদয় জুড়ে,
পাবো না  যে তোমায় আমি, এ জীবন নীড়ে।
চাঁদ যেমন ছড়ায় আলো রাতের আকাশে,
নিমিষেই হারিয়ে যায় সূর্যের প্রকাশে।
তেমনি নিয়মে দূরত্ব আমার -তোমার সনে,
সমাজের কাঁটাতারে বন্দী আজ দু'জনে।
এই জন্মে হয়ত আসবে না সে ক্ষণ,
সময়ের অন্তিমে যেন হয় আমাদের মিলন।


২৩-০১-২০২২