'ছাঁদ থেকে দূরের ঐ আকাশ।'
অরবিন্দ লাহড়ী......
----
কোন একদিন---
তুমি প্রশ্ন করেছিলে না আমায়?
আমি কতোটা ভালোবাসি তোমায়।
আজ বলছি--
ছাঁদ থেকে দূরের ঐ আকাশের দূরুত্ব
যতোটুকু,
ততোটা ভালোবাসি তোমায়।......
আকাশের নীল মেঘের ভেলায় লুকিয়ে রাখা ইচ্ছে ঘুড়ি তোমার আকাশে উড়াতে চাই।
আমার মনের যাতনা,ব্যাথার নীল পাহাড় সব কিছু বির্সজন দিয়েছি তোমার এক টুকরো ভালোবাসায়।....
তুমি একদিন বৃষ্টিতে ভিজতে ভিজতে বলেছিলে যে,কিসে আমার কষ্ট হয়?
বলেছিলাম সময় হলে বলব।
সময় হয়েছে আজ,
তোমার ভালোবাসা আমাকে উত্তর দিয়েছে।
তোমার একবিন্দু চোখের জলে আমার কষ্ট হয়।
তোমার বিষন্নতায় আমার কষ্ট হয়।
তোমার ভালোবাসা আমাকে আজ সব বাস্তব অবাস্তবের সম্মূখীন হওয়ার সাহস জুগিয়েছে।
জীবনের সব প্রশ্নের উত্তর এখন আমার হাতে।
আজ আমি তোমায় ভালোবাসি।
এই পৃথিবীর সমান,
আমার ভালোবাসার অতলান্তিক দূরুত্ব
ছাঁদ থেকে দূরের ঐ আকাশ।----