যে অরন্য আধাঁর কে
আপন করে নিয়েছে তাকে কি
আজ চিনতে পারছো...অধঁরা ?
তোমাকে হারিয়ে আধাঁর কে
করেছি আপন...........
কিন্তু সেখানে
মায়াজাঁলে বাঁধা পরে আছে
অনন্ত নীল আকাশ....
শুধুই আলেয়ার লুকোচুরি...
অধঁরা কান পেতে শুনো
যেভাবে কান পেতে শুনা যায়
শাঁখের গায়ে সমু্দ্রের গর্জন...
সে ভাবে কান পেতে দেখ
এই অরণ্যের বুকে...
যেখানে হৃদয় থাকে....
কি... শুনতে পারছো...?
এক ভয়ানক গর্জন....
কেউটের মতোই ফুসে ওঠে
ক্ষনে ক্ষনে.....
ভালোবাসা তো এই অরণ্য জীবনে
এক মরিচিকা......
আর আমি........
আমি তো এক তৃষ্ণার্ত মরুচারী
ক্লান্ত....বড় বেশি ক্লান্ত....
অধঁরা ভালোবাসার মানে
আমি জানিনা..
ভালো লাগে অনেক কিছুই
তবুও মুখ খুলে বলতে পারিনা..
জানিনা কেন যেন
এক অজানা সংসয়
আমাকে তিলে তিলে
আকড়ে ধরেছে অক্টপাসের মতো...
হারানোর ভয়....
তাই ভালোলাগা গুলোকে
গুটিয়ে সুটিয়ে বন্ধ করে রাখি
মনের গোপন ঘরে....
বলতেও পারিনা ..
বোঝাতেও পারিনা.....
বুকের ভেতরে
আজ কাল তারা বিদ্রহ
করছে আমার  মনের বিগ্রহে.......
আর অবচেতন মন
আমাকে ঠেলে দিচ্ছে
অন্ধকারে............
আমি হারিয়ে যাচ্ছি.
আমি তলিয়ে যাচ্ছি....
জানো অধঁরা.....
মনের ভেতরে যে,স্বপ্ন থাকে
সেটা ভেঙ্গে গেছে অনেক আগেই.....
জোরা লাগাতে লাগাতে আমি ক্লান্ত
কিন্তু স্বপ্ন গুলো আর জোরা লাগেনি
এলোমেলো ভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে
এ কোন সে কোন জুড়ে......
আর তুমি আমায়
ভালোবাসার কথা বলো.......!
যেখানে অনুভূতি গুলো
বরফ শীতল হয়ে জমে আছে
সেখানে গলনের সৃষ্টি হয়েছে আজ কাল,
বেশ অনুভব করতে পারি....
এক প্রবল স্পৃহা আমাকে টেনে নিয়ে যায়
তোমার কাছে......
এর নাম কি দেব আমি...?
ভালোবাসা .......নাকি
ভোগের আদীম্য নেশা....?
একটা নাম না হয় তুমি ই
দিয়ে দিও........
এ সম্পর্কের নাম দিতে গিয়ে
যে সুতোয় ফুল গেথে গেথে
রুপ দিতে গিয়েছিলুম মালার,
সে সুতো বার বার ছিড়ে গেছে.......
ফুল গুলো শুকিয়ে গেছে...
হয়তো তুমি কখনো বুঝবেনা
কি ছিলো অরণ্য বাসনা...
কোন দাহনে ক্ষয়ে ক্ষয়ে যায়
এই অরণ্য, দিনের পর দিন
রাতের পর রাত.......
তবুও তোমার সামনে কখনো
ভালোবাসার অধিকার নিয়ে
দারাবোনা.............
একা ..একা একদিন এভাবেই
হারিয়ে যাবো ঐ নীল আকাশের
অন্তরালে........
তার পর বিষাদের কালো মেঘে ঢেঁকে যাবে
নীল আকাশ..........
বৃষ্টি হয়ে ঝরে মিলিয়ে যাবো ধরাতে....।



নির্জন আহমেদ অরণ্য