যখন তুমি থাকতে দাড়িয়ে এভাবে
ভাবতাম কোনমতে দিন কেটে যাবে
আমি এখন যেভাবে শূন্যে চেয়ে আছি
সেভাবে নেই এখন খুব কাছা কাছি
বার বার ছুটে আশা মনে হয় আজ
গোসলের ঘাটে ছিলে ফেলে রেখে কাজ
জানালাটা খুলে দেখো বই হাতে নিয়ে
কদিনের কথা আজ খুঁজি দুরে গিয়ে।


ধ্যানে বসে চেয়ে ছিলে আজ বসে নেই
হাহাকার বুকে বেধে খুঁজি তুমি সেই
কষ্টকর প্রশ্ন ছুরে করেছো অবাক
সন্দেহ সবই তাই হয়েছি নির্বাক
তবুও তো কাঁদো বসে একা নিরালায়
চেয়ে দেখো কত কষ্ট দিয়েছ আমায়।


(রবীন্দ্রনাথ ঠাকুরের সনেট অনুসারে)