না!
আমি নেই!কোত্থাও নেই!
তোমাদের নগরে আমি নেই!
তোমরা কেবল মিথ্যে ছলনায়
বিশ্বাস রেখে,
নিঃশ্বাস নাও অশান্তিতে।
আর আমি এক ক্ষুদ্র প্রান
নগরের বুকে রাখি ধরে সম্মান
আমার আমি ছাড়া নেইতো কিছু,
তোমাদের মতো নেই কোন মায়ার টান
তোমাদের দোয়ারে ভালোবাসা করে অভিমান,
আর আমি অভিমানেই সুর তুলি
কন্ঠে বাঁধি মৃত্যুর শ্লোগান!
বেঁচে থাকা আর মৃত্যুর ডাক
দুটোই সমান দুটোই অম্লান!
তোমরা নগরীর বুকে সভ্যতাকে
দামী জুতার তলায় পিষে দাও,
স্বার্থপরতায় ভালোবাসা নিঃশেষ করে নাও।।
আমি তীব্র প্রতিবাদে
বাঁচিয়ে রাখি প্রেম,
বাঁচিয়ে রাখি মায়া,
ভালোবাসো কি আমায়,
হবো তোমাদের ছায়া।