এখন আমি,অন্য আমি!
বুকের ভেতর যন্ত্রনা নিয়েও,
মুখোশ সব মানুষের মতো,
অবিকল হাসতে পারি,
হাসতে পারি।।
এখন আমি!অন্য আমি,
তোমার চোখে মধ্য রাতে
হাজার রকম কথার ফাঁকে,
নিজের ভেতর মৃত্যু ফাঁদে,
যাই চলে যাই আকাশ ছাড়ি।
এখন আমি,অন্য আমি!
এই সমাজের শেকল ছিড়ে,
বাঁধহীন সব তুমুল স্রোত,
অনায়াসেই দিচ্ছি পাড়ি।।
এখন আমি,অন্য আমি!
ন্যায়ের সাথে আপোষ করে,
হোঁচট খেয়ে পরে গিয়েও,
ফের আবার ঘুরে দাঁড়াই,
জিতবো বলেই যুদ্ধে লড়ি।
এখন আমি অন্য আমি!
আমার ভেতর বাহির আলোকছটা
আঁধার রাতের বন্ধ দুয়ার,
জোনাক জ্বলা ঘনঘটা,
এক নিমিষেই তুচ্ছ করি,
যুদ্ধে বাঁচি,যুদ্ধে মরি..
অনেক দুঃখের সমুদ্দুরেও
ঢেউ হয়ে আঁছড়ে পরি।।।
তোমরা যারা অবহেলায়,
করেছিলে আমায় হেলা,
আজ ঝলসে উঠা আমায় দেখে
থামাচ্ছো যে নিজের খেলা!
আমি তাদের মুখের উপর,
থুথু দিয়েই বলতে পারি,
এক সময় থমকে যাওয়া আমি,
এখন দেখো সব পারি,সব পারি!!
দুধের মাছির নেই প্রয়োজন,
ভালোবাসা অনেক দামী,
তোমরা যারা দাঁড়াওনি পাশে,
তবুও দেখো জয়ী আমি...
এখন আমি অন্য আমি!
নিজের ভেতর স্বপ্ন গড়ি,
এখন আমি আমার মতো,
নেই তোমাদের বাহাদুরি...
এখন আমি সাহসী নাম
বিন্দু বিন্দু ভয়ের শেষ,
এই দেখো তাকিয়ে এবার,
এই আমিই,সেই আমি,
গর্জে উঠা বাংলাদেশ।।