এতিমের হক গোপনে,
ছলে বলে কৌশলে দখল করে যারা,
আমি জানিনা তাদের ধর্মের কি নাম !
আমি সত্যি জানিনা,
মক্কা মদিনা ঘুরে এসে নামের আগে-
হাজী, আলহাজ্ব টাইটেল বসিয়ে
অবাধে  অবৈধ টাকায় সম্পদ,খ্যাতি
কিনতে যায় যারা তাদের ধর্মের কি নাম ?
আমি জানিনা , টাকার জোড়ে কিনে নিতে চায় সম্পর্ক,
নষ্ট করে দেয় কোন কিশোর কিংবা কিশোরীর রঙিন শৈশব,
তাদের ধর্মের কি আলাদা কোন নাম আছে ?
মসজিদে সিজদায় মাথা ঠুকে , মন্দিরে দেয় পূজো ,
আরাধনায় মাতে শত কত ধর্মের,
অথচ প্রকাশ্যে, কিংবা অপ্রকাশ্যে ধর্ষকের আশ্রয়দাতা যারা,
তাদের ধর্মের আসলে কি নাম?
আমি ধর্ম কে মানে ধারণ করে, লালন করে-
পালন করে চলে -এমন ধার্মিক যতটা না দেখেছি,
তার চেয়ে বেশি দেখেছি ধর্মের দোহায় দিয়ে অন্যায় লুকাতে,
ধর্মের ছাতার নিচে পাপের বৃষ্টি থেকে নিরাপদ আশ্রয় নিতে।
আমি দেখেছি সিঁদুরে লাল করে কপাল,
অহংকারে হিংসায় , কিংবা ঘৃণা ছড়ানো পারফিউম মেখে চলা নারী,
দেখেছি ঘুটঘুটে অন্ধকারে আবরণে মোড়ানো নারী ,
যে ধর্মের নাম করে লুকিয়েছে তার পাপ।
অথচ সারা টা জীবন ধরে আমি কেবলি  ধর্ম খুঁজেছি।
যতবার আমি ধর্ম খুঁজতে ছুটে গিয়েছি দৌড়ে,
দেখেছি ধার্মিকের দল হেঁটে চলে গেছে বহুদূর।
তাদের শূন্য ফেলে রাখা স্থানে নেই মানবতা!
সেই জায়গার দখল নিয়েছে অন্য কেউ, কিংবা অনেকেই !
যারা আদতে ধার্মিক নয় , ধর্ম মানে না, জানেও না,
তারা ধর্মের নামে চালায় তাদের পাপী আয়েশী জীবন!
ধর্মের নাম দিয়ে করে পাপ-আর দোষ হয় কেবলি ধর্মের।
অথচ আমি তাদের মধ্যেই খুঁজেছি ধর্ম !
কিন্তু ধর্ম চিরকাল ছিলো স্বচ্ছ ,সুন্দর, আর পবিত্র!
যেই ধর্মের খোঁজে বহু মানুষ হেঁটে চলছে বহুকাল ধরে!