বহুত দিনের চেনা শহর,
আমি ছাইরা যাইবার পর,
তোমার বুকের ভেতর উঠুক
মাতাল ত্রিমাত্রিক ঝড়।।
আমি হীন সেই শহর জুড়ে
ভেসে উঠুক বারে বারে,
দ্রোহ কিংবা কলহের
বিশাল দুঃখের চর,
বহুত দিনের চেনা শহর
আমি ছাইড়া যাইবার পর!
তীক্ষ্ণ যত আঘাত তোমার
করেছিলো আমায় ক্ষয়,
সে সব শোক কাটিয়ে উঠে
বলবো ক্ষত কিছুই নয়।
চোখের উপর চোখ নামিয়ে
তখন আমি অনেক দূর,
অচেনা কোন নতুন গানে
নিয়ন আলোয় বাজুক সুর।।
ক্লান্ত তোমার কপাল ছুঁয়ে
হাসি গুলো ফিরুক ঘর,
বহুত দিনের স্মৃতির শহর
আমি ছাইরা যাইবার পর!!
তোমার বুকের ভেতর জাগুক
বড্ড একলা হবার ডর!!