মরতে মরতে এইতো আবার
উঠছি বেঁচে দেখো,
দুঃখ জয় করার উপায়
আমার কাছে শেখো।
কাঁদতে কাঁদতে হাসতে পারি
সুখের আবীর মেখে,
মৃত্যঞ্জয় হবোই  এবার
জয়ের গল্প লিখে।
বুক ফেঁটে যায় আর্তনাদে
মুখে ছড়াই  হাসি,
আমায় যে করে ঘৃণা
তাকেও ভালো বাসি।
জীবন নদীর কুল হারিয়ে
ছুটিয়ে  দিয়ে তরী,
বুকের ভেতর ভাঙা পুতুল
নতুন করেই গড়ি।
স্বার্থপরের মতন করে
আমায় ছুড়ে ফেলে,
তাকেই ভেবে রাত্রি শুরু
গিয়েছে যে চলে।
কে কাঁদালো ভাবিনা আর
দিলো কেবা আঘাত,
কথা দিয়েও রাখেনি কথা
ছাড়লো কে যে হাত।
এসব ভেবে বুক পাঁজরে
করিনা শোকের চাষ,
আমার বাঁচিয়ে রাখে বন্য
অরণ্যের সবুজ ঘাস।
এখন আমি ভালো থাকি
নিজের মতন করে,
অন্ধকারেই স্বর্গ পাই
একলা নিজের ঘরে।
অভিমানের দিয়ে ছুটি
বাঁধি প্রাণের সু্‌র,
আমার জন্যে অপেক্ষাতে
উত্তাল সমুদ্দুর।
গাছের সাথে কথা হয় রোজ
পাখির সাথে খেলি,
জীবন মানেই আমার কাছে
পথের কাদা ধুলি।