যেদিকে তাকাই,যে মানুষের চোখেই রাখি চোখ
ভয়ানক সব মুখোশ ভাসে রোজ,
কত মানুষের তিক্ততায় বেঁচে থাকে মানুষ
ভালোবাসার নয় বরং ঘৃণার রাখে খোঁজ।


আমি মানুষের ভীরে মানুষ হতে গিয়ে
হারিয়ে ফেলি নিজেকে অবহেলায়,
এই স্বার্থপর ধরণীতে ভালোবাসাহীন
কেবল মিথ্যে বেঁচে থাকার দায়।।


যদি পারতাম! আহা একবার পারতাম
আকাশে ভাসিয়ে দিতে সুখের মেঘ,
সে মেঘ বৃষ্টি হয়ে মুছে দিয়ে যেতো
দুঃখ নামের বরফ জমা মানুষের আবেগ।


যদি অলৌকিক কোন শক্তি থাকতো
তবে মানুষের মনের জমিনে
ছড়িয়ে দিতাম প্রেমের বীজ,
সকল হিংসা বিদ্বেষের আগাছা উপড়ে ফেলে
রোপণ করে দিতাম ভালোবাসার সহস্র চারা।।


যদি পারতাম! আহা! একবার যদি পারতাম!