কেমন আছো আজকে তুমি
শুভ্র ঐ মেঘের দেশে??
কে তোমায় ঘুম থেকে জাগায়
খিলখিলিয়ে মিষ্টি হেসে??


কে তোমাকে ডাকে বলো
চিৎকার করে মা মা বলে,
কার আবদারে যায় গো মা
তোমার মনের বরফ গলে??


কার পছন্দের পিঠা পুলি
বানাও তুমি আকাশ নীলে??
কার কান্নার আওয়াজ তোমার
বুকের ভেতর ঝড় তোলে??


কে মা তোমার আঁচল ধরে
যায় গো ছুটে এ ঘর ও ঘর?
কে তোমার আজকে আপন
কারে করেছো এতোটা পর??


তুমিও কি মা আমার মতো
একলা একা কাঁদছো??
অন্ধকারে আলোর খোঁজে
আমায় কি মা ভাবছো??


তোমারো কি মা একলা লাগে
রোজ ভোর রাত্রি বেলা??
আমার মতো তুমিও কি মা
থামাও মিথ্যে হাসির খেলা?


আমি তোমায় আজো খুঁজে যাই
আকাশ ভরা তারার মেলায়,
বুকের ভেতর অভিমান ঝমিয়ে
যায়কি বলো মা বাঁচা যায়??


এর পরেও মা দিব্যি আমি
প্রতি দিনই বেঁচেই থাকি,
চোখের পাতা বন্ধ হলেই
রোজ আমি তোমায় দেখি। ।


কেউ বলেনা তোমার মতো
আয়রে খোকা বুকে আয়,
কেউ চায় না জানতে এখন
বুকের জমিন কি যে চায়??


কতো মানুষ আসে যায় রোজ
তোমার আসার নাম নেই,
আসবে না জানি তবুও আমি
থাকি আমি পথ চেয়েই।


সবার দেখো সবাই আছে
আমার শুধু তোমার অভাব,
বুকের ক্ষত হয়না বদল
পালটানো যায় স্বভাব।


নাম না জানা দুঃখ পাখি
যায় গান শোনিয়ে রোজ,
সেতো হায় দেয় না আমায়
মা গো তোমার খোঁজ।


কল্পনাতেই আসো যে তুমি
ধরতে গেলে যায়না ছোঁয়া,
অনেক কিছুই হয়ে যায় বিলীন
তোমায় শুধু হয় না পাওয়া।


এখন আমার একলা একা
খেয়াল মতো জীবন চলে,
ভুল কি ছিলো আমার বলো
আমায় কেন ছেড়ে গেলে??


প্রশ্ন অনেক তোমার কাছে
উত্তর তো নেই জানা,
তোমার দেখা পাইনা বলে
প্রশ্ন করাও মানা। ।


আবোল তাবোল প্রলাপ কথন
দিলাম না হয় ছেড়ে,
সময় সুযোগ হলে মাগো একবার
এসো আমার ঘরে। ।


আবার তোমার পা দুটো ছুঁয়ে
দেখতে আমি চাই,
সালামি টা না হয় বাদ ই দিলাম
আশীর্বাদের দিও ঠাই। ।


একটা যুগ পেরিয়ে গেলো
তুমি আসো নাই,
অভিমানের পাহাড় ঝমছে
বুকের কোণটায়।


আজকে রাতে স্বপ্নে এসো
থাকবো অপেক্ষাতে,
তোমার খোকা কাঁদবে না আর
ঘুম না আসা রাতে। ।


ঠোঁটের কোনে রেখো মা গো
মুচকি তোমার হাসি,
তোমার ত্যাঁদর ছোট্ট ছেলেটা
বলবে তোমায় ভালোবাসি।