মানুষ যেদিন মানুষ কে
কেবল মাত্র মানুষ ভাবতে শুরু করবে,
সেদিন থেকেই মৃত্যু মেনে নেবে সকল অশান্তি।
অরাজকতার সমাপ্তি ঘটিয়ে সৃষ্টি হবে সুন্দর
আর স্নিগ্ধ ধরনীর।
অথচ মানুষ মানুষ কে বিচার করে,
লিঙ্গ, পোশাক, অর্থ সম্পত্তি আর চেহারায়।
আজকাল ভালোবাসা কিংবা বন্ধুত্ব
দুটোই নির্বাচিত হয় বাংলা কিংবা হিন্দি সিরিয়ালে
দেখানো বিদঘুটে চরিত্রের মতো।
আর প্রেম?
সেতো মানুষের ধারণার বাইরের শব্দ!
আসলে প্রেমের নির্দিষ্ট কোন সংজ্ঞা নেই,
তবুও মানুষ প্রেমে পড়ে,প্রেম করেও নাকি আবার।
প্রেম হয়ে গেলে সেই প্রেম কে বাঁচিয়ে রাখার
বিন্দু মাত্র চেষ্টাও করেনা মানুষ।
অথচ তারা প্রেম প্রেম বলে চিৎকার করে!
আর মানুষ মানুষকেই ভাবে মূল্যহীন!!
আজকাল মানুষ আর মানুষ নেই,
মানুষ যেনো চিরতার জল.