মানুষের চিন্তা বুঝতে গিয়ে মনে হলো একদিন
অসংখ্য সময়ের নীরব অপচয় ,
মানুষ চিরকাল ভাবনায় বিচরণে আগ্রহী দখলে
অন্যের মস্তিষ্কে মনন হৃদয়।
মানুষেই যেনো মানুষের তুমুল মত্রার ভয়
বাকি টুকু জুড়ে থাকে কেবলি অভিনয়,
কান্না আঁকড়ে থাকে ফেলে আসা সময়
মানুষ হয়ে বেঁচে থাকা অত সহজ নয়।
ভালো থাকা না থাকার চাইতে তীব্রতর চিন্তায়
ভালো না রাখার মিছিলে জোড়া চোখের ক্লান্তি,
একদিন মনে হলো সব ভুল মিথ্যে প্রণয়ে প্রেম
যেনো জেনে শুনে আগলে অন্ধকারের বিভ্রান্তি।
কাঁপা কন্ঠের অস্পষ্ট উচ্চারণে ভেসে আসে
চিৎকার করে বলে যাওয়া কোন করুণ সুর,
ভালোবাসা সেথায় অবহেলার মরিচিকা হয়ে
চলে যায় অনায়াসে দূর হতে বহু বহু দূর ।
তবুও রাত নেমে এলে ফিরে আসি চেনা নীড়ে
বুকের পাঁজরে লুকাই শীতল দেহ তার,
দিন শেষে মানুষ কেবল হয় একলা তালগাছ
আমিও খুঁজে চলি আমাকেই বারবার।
মানুষ না হলে হয়তো হতাম আমি অন্যকিছু
স্তব্দ জড় কোন মূল্যহীন জলজ ধাতু ,
অথবা বার বার সময়ের টানে ফিরে আসা
তোমার শহরের শেষ হয়ে যাওয়া ঋতু ।
মানুষ হয়েই জন্মেছি বলে ধাওয়া করে পাপ
পুণ্য তাকায় আড়চোখে মুচকি মুচকি হেসে,
চাওয়া পাওয়ার ধারায় লিখে শব্দ শূন্য নাম
মানুষ তবুও ভালোবাসতে ভীষণ ভালোবাসে।
মৃত্যুর পথে হেঁটে চলে যায় কখনো কেউ কেউ
জানে না যে বেঁচে থাকার আসল মানে,
যদি মানুষ না হতাম আমি কখনো কোনদিন
থাকতাম অন্য  গ্রহে অন্য কোন খানে।
মানুষের চোখে লিখে রাখে ভয় ঘৃণা কৌশলে
ভালোবাসা ডুবে মরে হতাশার জলে,
কামনার ভয়াবহ তীব্র ঝড়ে ভাঙ্গনের দেয়ালে
ঝুলে থাকে প্রেম যেনো নিয়তির ভুলে।