আমার শরীরের আঘাতের ক্ষত,
বুকের ভেতরের যন্ত্রণা যত,
আমার ফুপিয়ে কেঁদে উঠা রাত,
জমে যাওয়া বরফের মত হাত,
যেদিন তোমাকে আর ভাবাবে না,
কাঁদাবে না ,
পোড়াবে না আপোষে,
বুঝবো সেদিন আমি কঠিন হয়েছি,
পাথরের মত ক্ষয়েছি
যতনে প্রকাশ্যে।।
শিখে নেবো জীবনের যত পরাজয়ের গ্লানিবোধ ,
ক্রোধ ,শোধ,
অম্লান নয় কিছুই অপরাধী জীবনের আক্রোশ
মিথ্যে প্রবোধ।।
ফেলে আসা শৈশবের স্মৃতির মতন
স্বরলিপি হারিয়ে অভিনয় ,
জানবো ভালোবাসা মানে
আলেয়ার আলো সত্য কিছু নয়।।
আমি হয়ে যাবো কঠিন কিংবা
একেবারে অথর স্তব্ধ কোন দ্বীপ,
বুঝবো তুমি আর আমার জন্যে
জ্বালবেনা সন্ধ্যায় নিয়ন প্রদীপ।
আমি কোন দিন আমিই ছিলাম না ,
ছিলো না আসলে শরীরে প্রান,
পেরিয়ে যাবে তুমি অনুভূতির শেষ দরজা
ব্যর্থতা করে মোরে দান।।
আমি কেবলি ছায়া বাড়িয়েছি মায়া ,
বুকেতে প্রেম করেছি চাষ,
বুঝবো সেদিন হারাবে যেদিন ,
ভালোবাসা মানে নিছক সর্বনাশ।