কোন কিছুতে আর নিজেকে খুঁজে পাইনা আমি,
অবশ্য হারিয়ে ফেলা নিজেকে কেউ কখনো খুঁজে পায়না ।
এই যে আমি নিজেকে খুঁজে পাচ্ছিনা, কিংবা পাবোনা
তাতেও আমার কোন দুঃখ বোধ নেই।
খুব কাছের প্রানের মানুষের সংখ্যা কম বললে ভুল হবে,
নেই বললেই চলে ।
প্রাণের মানুষ বলতে বুঝিয়েছি, এমন একটা মানুষ
যার কাছে নিঃসঙ্কোচে বলা যায় বুকের জমে থাকা যন্ত্রণা গুলোর কথা।
যেই যন্ত্রণা গুলো কাউকেই বলা হয় নি কোন দিন,
যেই যন্ত্রণা গুলো বুকের ভেতরে আলপিনের মতো বিঁধে আছে।
যেই মানুষের কাছে আর কোন প্রত্যাশা নেই,
শুধু মনোযোগ দিয়ে দুঃখ গুলো শুনবার আগ্রহ ছাড়া ।
আজকাল প্রাণের মানুষের বড্ড অভাব,
সবাই নিজের খুশির গল্প বলতে আসে,
নিজের পাওয়া না পাওয়ার
হিসেব মেলাতে ব্যস্ত ।
আমার একটা মানুষ চাই,
যার পাশে নদী তীরে দাঁড়িয়ে কোন এক ভোরে,
বলবো আমিও ভালোবেসেছিলাম ,
তুমিই কেবল সাক্ষী থেকো প্রাণের মানুষ,
আমিও কারোর হাসির প্রেমে পড়েছিলাম ।
কাউকে আনন্দে রাখতে,
আমিও একদিন প্রজাপতি হতে রাজি হয়ে ছিলাম।
তার হাসির জন্য সহজেই আজ মৃত্যু মেনে নিলাম।