মৃত্যু!
শীতের হাওয়ার মতন তুমিও আমায় ছুঁয়ে দিও তাই,
যেনো আমি স্তব্দ হয়ে যাই,আমি একেবারে থেমে যাই।
আগামী কোন শীত বসন্ত আমার জাগ্রত জীবনে না আসুক,
বেঁচেও মরে যাওয়া শোকেরা উপহাসে না আর না হাসুক।
শোকের বার্তা নিয়ে আসে প্রতিদিন খবরের কাগজ,
অস্থিমজ্জায় ভয় যন্ত্রনা,শরীর ছাপিয়ে ছুঁয়েছে মগজ।
মৃত্যু!
নতুন কোন প্রিয় মুখ নতুন করে হারিয়ে যাবার আগে,
আমায় সঙ্গী করো রাখো তোমার সহস্র লোভের ভাগে।
তোমার তো প্রয়োজন তরতাজা প্রাণের মায়াময় ঘ্রাণ,
আমি তোমার তরেই নিজের অস্তিত্ব করতে চাই দান।
তবুও তুমি মুক্তি দাও তাদের আজ বাঁচতে চায় যারা,
আমায় নাও আমি তো তুচ্ছ মানুষ নিভে যাওয়া তারা।
মৃত্যু!
যেই শিশুটার জন্মের মাস যায়নি এখনো ফুড়িয়ে,
জীবনের স্বাদ অনেক বাকী স্বপ্ন যাবে ছাড়িয়ে।
তার কাছে কি চাও তুমি?বিদঘুটে স্বার্থপরের মত?
তুমি কি জানো হে মৃত্যু?সন্তান হারা মায়ের ক্ষত?
আমি তো দেখেছি কান্নার রঙ বেদনার চেয়ে প্রখর,
আমার প্রাণ মূল্য হীন,আলিঙ্গনে আমায় থামাও ঝড়।