''পথ'' জন্ম থেকেই সবাইকে বাড়ি পৌছে দেয়,
একদিন আমি ঘরে ফিরব না
পথকে তার বাড়ি পৌছে দিব ।


একদিন আমি ঘরে ফিরব না
‘ছায়ার’ পাশে অনড় দাঁড়িয়ে থাকব,
ছায়া ক্লান্ত হয়ে পড়ার পর
ছায়াকে ছায়া দেব ।


একদিন আমি ঘরে ফিরব না-
প্রেমের মাঝে ডুব দেব,
‘প্রেমের’ মুখামুখি বসে দেখব
এ যাবত প্রেমে হারিয়ে যাওয়া
পৃথিবীর সব প্রেমিক প্রেমিকা।


অতঃপর মিমাংসা হবে
সব আলো কেন পথ দেখাতে পারে না?
সব পথ কেন সবাইকে ঘরে ফিরায় না?