তখন তারুণ্যের যৌবনে পা দিয়েছি মাত্র
দিন যাচ্ছে চলে খেলার ছলে,
প্রেমের স্নিগ্ধ যৌনতা নিয়ে তুমি আচানক
আমার জীবনে ধীর পায়ে এলে।
আমার তুচ্ছ জীবন ভরে উঠলো ফুল ফসলে
শীত বসন্তের মুগ্ধময় কোলাহলে,
তারপর চৈত্রের খরতাপে চৌচির ভেতর বাহির
তুমি নিশ্চিন্তে আমায় ছেড়ে গেলে।
আমার জীবন থেকে হারালো প্রিয় শরৎ
প্রিয়দের দলে জায়গা করে নিলো বর্ষা,
এখন আকাশ দেখিনা আর জীবন বুঝিনা
নেই কিছুই ফিরে পাওয়ার প্রত্যাশা।।
যে চলে যাবার আগে ভাবেনি কভু একদিন
ঋতু বিহীন দিন পঞ্জিকা কতো টা মূল্যহীন,
ফের ফিরে এলেই কি নতুন করে বর্ষা বদলাবে?
হারিয়ে ফেলা শরৎ যদি হারিয়ে ফেলে আবীর
কি করে হবে সে আগের মতো মায়াময় রঙ্গিন?
সে চলে যাবার আগে ভাবেনি কভু একদিন
ঋতু বিহীন দিন পঞ্জিকা কতো টা মূল্যহীন।