যাচ্ছি চলে দেখো এই শহর ছেড়ে
ধুলোমাখা সব মায়ার মিছিলে,
আমি আর নেই ফিরবো না কভু
মিশে গেছে অনুভূতিরা শঙ্খচিলে।।


আক্ষেপ কিংবা ক্ষোভ নয়তো কিছু
আমার চলে যাওয়া আমারই জন্য,
আমি হাঁটতে চাইনা পরিচিত পথে
যে পথ আমায় করেছে তুচ্ছ নগন্য।।


আমি গাইতে চাইনা বেসুরো গান
আনমনে ফিরতে চাইনা শৈশবে,
আমি আমাতেই হারিয়ে ফিরে আসি
তুমিও আসবে বলেছিলে সেই কবে?


দিন গেছে চলে নিয়মের নিয়ম মেনে
আমি তো কিছুই ফেরত পাইনি,
এই ধুলোর ধরনীতে সত্যি বলছি
তোমাকে ছাড়া আর কিছু চাইনি।।


আজ আমার চাওয়া পাওয়ার
বেড়েছে অনেক নিখুঁত চাহিদা,
শুধু সময়ের স্রোতে বিলীন হয়ে
ভালোবাসা হয়ে গেছে আলাদা।।


কবিতারা আজ ছন্নছাড়া কেন?
কেউ খোঁজেনি কোনই কারণ,
নষ্টের পথে হেটেছি আমি একা
কেউ করেনি আমায় বারণ।


তাই তো আমি যাচ্ছি চলে
দিয়ে যাচ্ছি তোমায় শহর,
নষ্ট আমি পা বাড়ালাম ভুলে
নিরুদ্দেশ হলো আমার ঘর।।


আমায় যদি মনে পড়ে কখনো
একলা থাকার মুহূর্ত জুড়ে,
আমি নেই আমি নেই স্বরণ করো
হতাশায় ক্লান্ত এক ভোরে।।


চেয়েছিলে তুমি একলা বাঁচতে
আমিও দিয়েছি শেষ সুযোগ,
এই শহরের ধুলিকণায় আমার
নেই সত্যি কোনই অভিযোগ।।