তোমার শহরের মোহমায়া,হাসি নিয়েছে কেড়ে,
সবুজের সাথে বাঁচি তাই,সব যান্ত্রিকতা ছেড়ে।
এখন আমি নিষ্ঠুর ভীষণ,মানুষের ভাষ্যমতে,
কাঁদিনা আর দুঃখ পেলে,জল ঢালি না ক্ষতে।
ভালো মন্দের ধার ধারিনা,নিজের পথে চলি,
ক্লান্ত সময় একলা হলে,অরণ্যেই কথা বলি।
পাখি বোঝে আমার ভাষা,বলতে কি যে চাই,
মানুষ বড্ড আজব প্রানী,তাদের সাথে নাই!
ধানের শীষে শীষ দেয়,দোয়েল পাখির ছানা,
তাদের সাথে গোপন কথা,বলতে আছে মানা।
আমায় জানা সহজ নয়,আমি থাকি ঋক্ষ দলে,
গুনতে যেমন পারোনি,তাদের কোন কৌশলে।
আমি তবে মানুষ নই- না আসলে অন্য কিছু,
স্বচ্ছ শিশির জল চলে,আমার পিছু পিছু।।
প্রশ্নের জবাবে প্রশ্ন নয়,উত্তর দিবো নাতো,
তোমার শহর সর্বহারা,ঠিক তোমারই মতো।
তোমার শহর নিতেই জানে,স্বার্থ পরের ভাই,
যতোই দিবে তারে তুমি,আরো অধিক চাই।
দিতে দিতে নিঃস্ব হয়ে,কান্না যখন পাবে,
তখন ফিরে যেও তুমি,সবুজের উৎসবে।
সেই সবুজের স্নিগ্ধ ছায়ায়,হারাও যদি ফের,
বুঝবে তখন অরণ্যের শোধন,কত আনন্দের!!