তুমি প্রতিদিন ভাঙ্গার কথাই বলো
আমি ঈদানিং শান্ত নগরবাসী-
তুমি খুব করে সুতোটা ছিড়ে ফেলো
আমি ঘরকুনো, জানলা নিভিয়ে বসি।
আমার এই ছেড়াখোড়া দিনগুলি,
সব যেন মাস্তুলে হামাগুড়ি,
তুমি জানি, সব কেয়ামত ভুলে
উড়ে যাবে- পালতোলা এক ঘুড়ি!
কেন তবু তারার কথাই বলো?
কেন জানি কেঁপে উঠি থরোথরো
কেন তুমি হাত ছাড়িয়ে এগুলো
নাম ধরে আমি ডাকি?