যাব ... যতদূর যেতে হয় যাব ;
শীতকালীন এক লম্বা রাত্রে
পিছুটানহীন ঘুম সেরে নিয়ে
ভোরে সটান বেরিয়ে চলে যাব।


রাতজাগা কেউ কেউ অপলক
দেখে নেবে ... একটা মানুষ তাকে
পেছনে ফেলে ... পাড়া বাঁদিকে রেখে
নিজের ডুবন্ত লাশ ডানদিকে
ছুঁড়ে ফেলে হনহনে গতি নিয়ে
মিশে যাচ্ছে এক অনন্ত আলোয় ।


মাথা গুনলেই সাফ দেখা যাবে
কোনো বেহিসেব নেই ... ফাঁকি নেই
শুধু একটা লাভারঙা মানুষ ...
মিলিয়ে যাচ্ছে সূর্যের জ্যোৎস্নায় ।


-- অরণ্য সেন