তার ফেরার কথা ছিল
সেই নয়নতারার নীলও
আজ আধো - ধূসর ...
গল্প বলার শেষে


তার জোনাক - জ্বলা কথা
চোখে নীলচে নীরবতার
রং ফানুস গুলো
রাতের দেহে মেশে


তার কিশোর বেলার পাড়া
তাকে চিনতো যারা যারা
তাদের বাসা বদল
ভিন্ন আবাসনে...


এক পাগলা বাঁশিওয়ালা
তার আজই ফেরার পালা
সে ভাঙছে পাহাড়
ফিরছে দেহে - মনে


এক সব অকাজের কাজী
আবার বন্য হতে রাজী
তুমি ঠাই দেবে তো
চিলেকোঠার ঘরে ??


তার ঘর পালানো বাঁশি
সেই অতল ছোঁয়া হাসি
হটাৎ মেঘলা হলে ...
আজও সে ভুল করে ।